আজ || রবিবার, ০২ Jun ২০২৪
শিরোনাম :
  তালায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আত্মনিয়োগের শপথ পাঠ করালেন এমপি লায়লা পারভীন সেঁজুতি       তালায় তামাক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত       তালায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       তালায় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক       তালায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার       সাতক্ষীরার সদরে মশিউর রহমান বাবু ও কলারোয়ায় আমিনুল ইসলাম লাল্টু বিজয়ী       এসএসসিতে দুই বিষয়ে ফেল করেও ভর্তি হওয়া যাবে কলেজে       তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত       খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্না, সম্পাদক মিলন       তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১    
 


রাতের আঁধারে অসহায় মানুষের পাশে তালার  সরুলিয়া ইউনিয়ন যুবলীগ

শেখ রায়হান হোসেনঃ
রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। সরকারী কোন অর্থায়নে নয় বরং  নিজস্ব অর্থায়নে  দেশের এই সংকটময় অবস্থায় মানবসেবার এই মহান ব্রত  এগিয়ে চলেছে সরুলিয়া ইউনিয়ন   যুবলীগ। তাদের একান্ত প্রচেষ্টা এলাকার কোন মানুষ যেন অভুক্ত না থাকে। শুক্রবার(৮মে) রাতে  তাদের এই  সহযোগিতাকালের   দৃশ্যটি নিজেই ক্যামেরার বন্ধি করলাম। সুরুলিয়া যুবলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন  সাথে একান্ত সাক্ষাৎকারে  জানায়, বর্তমানে  করোনা ভাইরাস দেশে  ভয়বাহ রুপ নেওয়ার কারনে  খাদ্য সংকটে সংকটে ভুগছে অনেকে । অনেক অভাব অভিযোগের বুকফাটা কান্না নিয়ে ও রাত পার করছে। ছবি তোলার ভয়েও অনেকে ত্রান নিতেও দ্বিধা বোধ করছে। সে জন্য আমারা নাম পরিচয় গোপন করে সহযোগিতা করে যাচ্ছি। আমারা চাইনা কোন মানুষের সম্মান হানি হোক।ইতিমধ্যে আমার বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রায় ৪শত পরিবারের মাঝে সহয়তা প্রদান করেছি। পরিশেষে তিনি বলেন,  আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক রুপায়ন হাজরা, সাংগনিক সম্পাদক মারুফ হোসেন সহ সংগঠনের সকল  নেতৃবৃন্দ।


Top