আজ || সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম :
 


কয়রায় উত্তরণের প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত

কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত কারণে স্থানীয়ভাবে বাস্তচ্যুত মানুষের সহায়তার জন্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এর সহযোগিতায় বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে (শনিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিসের কান্ট্রি ডিরেক্টর উইন্ডি ম্যাাকেন্স, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এনআরসির হেড অব প্রোগ্রামর্স মাইনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, মোঃ আছের আলী মোড়ল, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস সাক্ষর, মোঃ রেজওয়ান উল্ল্যাহ, তরিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃব্রন্দ উপস্থিত ছিলেন।


Top