আজ || সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরায় উপকারভোগীদের মাঝে বীজ ও সার বিতরণ

দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস’র লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী সংস্থা উত্তরণ এবং এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারনে বাস্তচ্যুত ব্যক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা শক্তিশালীকরণ” নামের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় রবিবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর ১নং কলোনীতে ৫ টি কলোনীর নির্বাচিত ১০০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ, ফেন্সি নেট এবং ট্রাই কম্পোষ্ট সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ এবং সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াসির আরাফাত। এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তরণের প্রকল্প কর্মকর্তা লাইভলিহুড এন্ড ট্রেনিং এনামুল হক, কমিউিনিটি ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান, বৃষ্টি খাতুন, আফরোজা নার্গিস প্রমুখ।


Top