আজ || বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
শিরোনাম :
  সাতক্ষীরার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান পেলো সততা সংঘের টাকা       তালায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন       তালায় ‘পাঠকবন্ধু’র ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত       তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ    
 


তালায় কেন্দ্রীয় পানি কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এবিএম শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. মো. কামরুজ্জামান, অধ্যাপক হাশেম আলী ফকির, অধ্যাপক রেজাউল করিম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ সেলিম আকতার স্বপন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, মোঃ রুহুল আমিন, আজগার আলী, শেখ সাদেকুজ্জামান, সরদার ইমান আলী, মোঃ মফিজুর রহমান, গাজী শহীদুল্লাহ, আক্তারুল ইসলাম, শিব পদ মল্লিক, আব্দুর রউফ বাবু, রবিউল ইসলাম, শাহরিয়ার আলম, সাইফুদ্দীন মোল্যা, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মী গোলাম হোসেন প্রমুখ। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত।


Top