আজ || সোমবার, ২০ মে ২০২৪
শিরোনাম :
 


সাতক্ষীরায় বাস্তচ্যুত ব্যক্তিদের অধিকার আদায়ে কর্মশালা অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও এডুকো’র বাস্তবায়নে দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইউনপস (UNOPS) এর লাইভস ইন ডিগনিটি গ্র্যান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তচ্যুত ব্যক্তিদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত দল ও ফেডারেশনের উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় অীতথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব। এ সময় উত্তরণের প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার হাসান আব্দুল্লাহ রাফাত, টেকনিক্যাল অফিসার ওয়াশ মোঃ আব্দুল করিম, প্রকল্প কর্মকর্তা-লাইভলিহুড এন্ড ট্রেনিং এনামুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উত্তরণ এবং প্রকল্পের পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সম্পাদিত কার্যাবলী, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের আর্থিক সেবা কিভাবে প্রকল্পের উপকারভোগীগণ পেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


Top