আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 


মরনের পরে” আব্দুল্লাহ আল লালী

তোমার এত স্যাতো প্রিয়জন
একবার বালিশ ছাড়া ঘুমিয়ে দেখো
পাবে না কারও খোঁজ,
সকলে স্বার্থের টানে কাছে তোমার আসে
তুমি ভাবো সত্যি মানুষ আমায় কত না ভালোবাসে
স্বার্থ পুরালে অচিরেই যাবে হারিয়ে
চন্দ্র গ্রহন লাগলে যেমন চাঁদ যায় তলিয়ে!

হয়তো তুমি মরলে দীর্ঘশ্বাস ফেলে মুখে বলবে ইস
সর্বোচ্চ ফেসবুকের পাতায় একটা স্ট্যাটাসে লিখবে বন্ধু উপরে ভালো থাকিস,
নানান ব্যাস্ততার তাগিদে হাজির হতে পারবে না তোমার শেষ বিদায়ে
যদিও তুমি বাসতে ভালো থাকতো সর্বদা তারা তোমার গহীন হৃদয়ে!

খুব বেশি হইলে আপন,
টেলিফোনে খবর নিবে সমপন্ন হয়েছে কি দাফন?
তখন মনে হবে নিজের মৃত্যুতে নিজেই পালন করি শোক
এ নিশ্বর ধরনীতে কান্না করার মতো নাই কোন লোক!

পালকি চড়ে যাবে তুমি অন্ধকার ঘরে
সাজানো হবে কাচা বাঁশের সারি ঘরেরও উপরে,
চিল্লায়ে কাঁদবে তুমি বলবে যেও না আমাকে একলা ফেলে
কেও শুনবে না তোমার কথা মুনকারনাকির আসবে, তারা চল্লিশ কদম গেলে!
একসময় করতে অনেক বড়াই
আজ তার হিসেব নিবে কড়ায়-গন্ডায়।
একসময় একসাথে কত উদযাপন করেছো জন্মদিন
তারাও ভুলে যাবে আজ তোমার মৃত্যু দিন!


Top