আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 


কবিতা।।কেন লোকে টোকাই ডাকে ।। অহনা ইসলাম

কেন লোকে টোকাই ডাকে?
অহনা ইসলাম

ছেঁড়া জামা বা খালি পায়ে
বেড়াই ঘুরে পথে ঘাটে,
মানুষ আমায় টোকাই ডাকে
কষ্ট থাকে হৃদয় জুড়ে।

বোতল কুড়াই, পাতা কুড়াই
কিছুই চাই না কারো কাছে,
তবুও কেন সবাই আমায়
টোকাই নামেই শুধু ডাকে।

খিদের জ্বালায় খাবার খুঁজি
সবার কাছে দুহাত পেতে,
ফেলে দেওয়া জিনিস কুড়াই
একটুখানি থাকতে বেঁচে।

রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি
রাস্তার পাশে বসে থাকি,
ফুটপাতেই ঘুমিয়ে পড়ি
নতুন দিনের স্বপ্ন আঁকি।

একটুখানি খাবার পেলে
খুশি মনে শুয়ে পড়ি,
দূরে সরায় লোকে আমায়
তবুও বাঁচার চেষ্টা করি।

মানুষ জনের কাজ ও করি
তবুও কেন টোকাই ডাকে,
সরে যা তুই ‘ বলে লোকে
সর সর বলে ঘৃণার ছলে।
## সদস্য:আমরা বন্ধু” তালা উপজেলা টিম##


Top