আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


বিদ্যুৎ স্পৃষ্টে কলারোয়ায় ১ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়েনের বয়ারডাঙ্গা গ্রামের মৃত্যু আজিজুর গাজী (এজ্জুর) ছেলে মোঃ কামরুল গাজী ময়রা (৪৫) শনিবার বেলা ১১টার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান।

বয়ারডাঙ্গা বটতলা মোড়ের মুদি দোকানদার মোঃ আব্দুল মাজেদ সরদার জানান, কামরুল ময়রা (৪৫) নিজ দোকানের পেছনে মেটে আলুর বীজবপন করার জন্য মাটি তৈরী করছিলেন।

অসাবধানতার কারনে ঝুড়ির আঘাতে বিদ্যুৎতের তার ছিড়ে তার শরীরে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই সে মারা যান, পরে পরিবারে সদস্য খবর পেয়ে তার মরাদেহ বয়ারডাংগা গ্রামের বাড়িতে নিয়ে আসেন, মৃত্যু কালে তার ১স্ত্রী ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান, আছর বাদ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানান।


Top