আজ || মঙ্গলবার, ১৪ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 


সাতক্ষীরায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ ওয়ার্কশপ অনুষ্ঠিত

বে-সরকারী সংস্থা উত্তরণের পক্ষ থেকে ৮ মে (সোমবার) সকালে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভা কক্ষে প্রকল্পের অবহিতকরণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান,শহর সমাজসো কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসো কর্মকতা শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার নাজমুস সাকিব, উপজেলা কৃষি অফিসার ইয়াছিন আরাফাত, জিআইজেড UMIMCC/UMML (ইউএমআইএমসিসি/ইউএমএমএল) প্রকল্পের উপেদষ্টা রতন মানিক সরকার, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ৫,৬,৭,৯নং ওয়ার্ডের কাউন্সিলরগণ এবং ৪,৫,৬ এবং ৭,৮,৯ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ, সিডিসির সভানেত্রীবৃন্দ এবং উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ৬নংওয়ার্ডের বাঁকাল ইসলামপুরের ১, ২, ৩ নং কলোনী, ৭নং ওয়ার্ডের ইটাগাছা, ৫ নং ওয়ার্ডের চালতেতলা,৯ নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গী ও রসুলপুর কলোনীতে বসবাসকারী আভ্যন্তরীণ জলবায়ু অভিবাসী এবং দরিদ্র পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে ওয়াশ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জিআইজেড এর কারিগরী সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনিক ডেভেলপমেন্ট ও কো-অপারেশন(বিএমজেড) এর অর্থায়নে উত্তরণ ওয়াশ এন্ড ব্যাক স্টপিং সার্পোট টু গোট বিনিফিসিয়ারীস প্রকল্পের আওতায় উক্ত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

 


Top