আজ || সোমবার, ০৩ Jun ২০২৪
শিরোনাম :
  তালায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আত্মনিয়োগের শপথ পাঠ করালেন এমপি লায়লা পারভীন সেঁজুতি       তালায় তামাক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত       তালায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত       তালায় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক       তালায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার       সাতক্ষীরার সদরে মশিউর রহমান বাবু ও কলারোয়ায় আমিনুল ইসলাম লাল্টু বিজয়ী       এসএসসিতে দুই বিষয়ে ফেল করেও ভর্তি হওয়া যাবে কলেজে       তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত       খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুন্না, সম্পাদক মিলন       তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত আহত ১১    
 


দক্ষিণ সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ের ছোট বন্ধুরা পেলো আমরা বন্ধু’র উপহার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু’র উদ্যোগে ছোট বন্ধুদের মাঝে খাতা কলম উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ২৬ নং দক্ষিণ সুলতানপুর বিদ্যালয়ের ২৮ জন ছোট বন্ধুর মাঝে এ উপহার বিতরণ করা হয়।

উপহার পেয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছোটবন্ধু মো. ইরফান এলাহি বলে, আজ এ উপহার পেয়ে আমরা খুশি। বড় বন্ধুদের কাছ থেকে উপহার পেয়ে আমার খুব ভালো লাগছে।

চতুর্থ শ্রেণির ছোটবন্ধু জান্নাতুল ফেরদৌস বলে, এরকম উপহার আগে কেউ দেয়নি। এভাবে উপহার পেলে আমি নিয়মিত পড়াশোনা করবো।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদ সুলতানা, সহকারি শিক্ষক জেসমিন আক্তার, আমরা বন্ধুর সদস্য মুশফিকুর রহমান, মো. রবিউল ইসলাম, তানভীর আহমেদ, মো. মামুন হোসেন, শাকিল সাহরিয়ার প্রমুখ।প্রসঙ্গত, আমরা বন্ধু সংগঠনটি ২০১৫ সাল থেকে সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া রোধে নানামূখি উদ্যোগ করে করে আসছে।


Top