আজ || সোমবার, ১৩ মে ২০২৪
শিরোনাম :
  তালায় বিশ্ব মা দিবসে স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা       সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের মতবিনিময়       তালায় কাপ পিরিচ প্রতীকের শোভাযাত্রা       তালার মাগুরা কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       ধানদিয়ায় কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       খেশরায় কাপ পিরিচে ভোট চেয়ে ঘোষ সনৎ কুমারের গণসংযোগ       খলিলনগরে কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালার খলিষখালীতে কাপপিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন       জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক অবহিতকরণ সভা       তালায় কাপ পিরিচ প্রতীকের শোডাউন    
 

আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশ


তালা প্রেসক্লাবের সভাপতি ও তার স্ত্রীসহ করোনা পজিটিভ ১৪

সাতক্ষীরা তালা উপজেলা ৫৯ জন করোনা শনাক্ত হয়েছে। গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের। এতে গত ১৫ দিনে করোনা আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৫ জুন ) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা সংক্রমণের প্রতিরোধক টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও তার সহধর্মিণী সুতপা রাহা। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেস্ট পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়।
এদিকে, করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় মেয়াদের লকডাউন আগামী ১৮ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী এই লকডাউন বলবত থাকবে। কিন্তু লকডাউনের মধ্যেও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ বৃদ্ধি। দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটার সময় বেলা ১২টা পর্যন্ত করা হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এই লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে রাখতে নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রেখেছে। রাস্তায় ছোট যানবাহন ও সীমিত পরিসরে মানুষ চলাচল করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, করোনা সনাক্তকরণ রেপিড এন্টিজেন টেস্ট স্যাম্পল কালেকশনে মঙ্গলবার ২৮ নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ১৪ জনের এবং গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের।


Top