আজ || রবিবার, ০৫ মে ২০২৪
শিরোনাম :
  কাপ পিরিচ প্রতীকের পক্ষে প্রভাষক প্রণব ঘোষ বাবলুর গণসংযোগ       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বিশাল পথসভা অনুষ্ঠিত       তালা উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতীক পেয়েই প্রচার শুরু       তালায় খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ       তালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ       তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিযোগিতা       তালায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন       তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত       তালায় অসুস্থ বন্ধুর জন্য ৩০ হাজার টাকা দিলেন বন্ধুরা       তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী    
 


তালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১০০ পরিবার

তালা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০০ ভূমি ও গৃহহীন পরিবারকে নতুন গৃহ দেয়া হবে।

আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে দুই শতক জমির দলিলসহ এই ঘরের চাবি এই সকল পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার বিকালে তালা উপজেলা পরিষদের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তালা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর দেয়া হচ্ছে। কোনো মানুষই আর গ্রহহীন থাকবে না। এ প্রকল্পের আওতায় এবার উপজেলায় ১০০ পরিবারের মাঝে নতুন গৃহ উপহার দেয়া হবে। এর আগে তালা উপজেলার ২১০ জন গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
##

 


Top