আজ || মঙ্গলবার, ২১ মে ২০২৪
শিরোনাম :
 


কালিগঞ্জে বৈশ্বিক জলবায়ু কর্ম সপ্তাহ ২য় দিন উৎযাপন

কালিগঞ্জে

বৈশ্বিক উষ্ণতার কারনে বিশ্ববাসী হুমকিতে রয়েছে। গত কয়েক দশক ধরে মানুষ জলবায়ু পরিবর্তন নিয়ে নানান ধরনের আলোচনা-সমালোচনা ও কি করনীয় এবং টেকসই সবুজ উন্নয়ন নিয়ে কাজ করছেন। এর মধ্যে বিশেষ করে যুবরা তাদের ভবিষৎ পৃথিবী নিয়ে চিন্তিত। জলবায়ু পরিবর্তনের কারনে যে বৈশ্বিক উষ্ণতা তৈরী হয়েছে, তার জন্য ক্ষতিগ্রস্থ হয় উপকূলবর্তী দেশ। এই সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে শীর্ষে। প্রতিবছর বিশ্বব্যাপী সেপ্টেম্বর ২০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উৎযাপন করা হয়। যেখানে পৃথিবীর সকল দেশের মানুষ নিজের দেশের প্রেক্ষিতে সমস্যা এবং সমাধান গুলো নিয়ে জোর দাবী করেন। এবছর করোনার (কোভিট-১৯) কারনে বিশ্বের সকল বাহ্যিক কার্যবন্ধ থাকলেও জলবায়ু পরিবর্তন ইস্যুটিকে গুরুত্ব দিযেই মানুষ জলবায়ুর ন্যয্যতার দাবীতে রাস্তায় নেমেছে। সাতক্ষীরায় যুবরা একই সাথে জলবায়ুর ন্যয্যতার দাবীতে এক সপ্তাহ ব্যাপী নানান কার্যক্রম হাতে নিয়েছে। মঙ্গলবার তারা কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীতে নৌকা অবরোধ কর্মসূচী পালন করেন। সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের কারনে কি কি প্রভাব পড়ছে সেটি সহ এগুলোর টেকসই উন্নয়ন এবং খাঁপ খাওয়ানোর জন্য তাদের দাবীগুলো তুলে ধরেন। যুবরা বলেন সাতক্ষীরার মুলত দূর্যোগগুলো হলো সাইক্লোন, নদীভাঙন, জলবদ্ধতা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বেঁড়িবাধ ভাঙন এবং লবনাক্ততা এই সকল দূর্যোগ মোকাবেলায় আমাদের প্রয়োজন টেকসই উন্নয়ন, চাই দীর্ঘ মেয়াদী পরিকল্পিত পরিকল্পনা ও কার্যক্রম। এছাড়া ইস্যু ভিত্তিক কিছু দাবীর মধ্যে ছিল সুন্দরবন রক্ষা, টেকসই বেঁড়িবাধ নির্মাণ, সুপেও পানি, নারীবান্ধব পরিবেশ উন্নয়ন পরিকল্পনা, সবুজায়ন এবং একটি সবুজ ভবিষৎ। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে এবং একশান এইড বাংলাদেশের সহযোগীতায় বৈশ্বিক জলবায়ু কর্ম সপ্তাহ উৎযাপন করা হচ্ছে সাতক্ষীরায়। বিন্দু একটি নারীবাদী সংগঠন, যারা নারীর মানবাধিকার রক্ষা, লিঙ্গ সমতা, টেকসই উন্নয়ন, শিক্ষা ও পরিবেশ উন্নয়ন নিয়ে কাজ করে।


Top