আজ || রবিবার, ১৯ মে ২০২৪
শিরোনাম :
 


কবিতা // ছেড়া পৃষ্ঠা //গাজী মোমিন উদ্দীন

ছেড়া পৃষ্ঠা
গাজী মোমিন উদ্দীন

পরিচ্ছন্ন আকাশেও কিছু কিছু সময়ে
গাঢ় অন্ধকার নেমে আসে,
দারুন কৃষ্ণবর্ণ ছেয়ে ফেলে জীবন,
তবুও জীবন থেমে থাকে না,
চলে দেওয়ালে টাঙানো ঘড়ির মত,
যতই ময়লা পড়ুক ঘড়িতে,
স্পর্শ না পড়ুক দীর্ঘ সময় ধরে
বাড়ির মালিক উদাস মানুষটির।

যারা ছেড়ে যায় মান অভিমান রাগে
তাদের স্মৃতির সুতোয় টান পড়ে,
অতীত বড্ড মনে পড়ে,
সুখের স্মৃতিগুলি বকের সাদা পালক
দুখের মুহুর্তরা আধারের রং নেয়,
চিন্তাগুলো বেয়াড়ার মত ঘুরে বেড়ায়
হৃদয়ের অলিগলি, চিপা ফাঁকফোকড়ে
হাতড়ে বেড়ায় রেখে আসা সবকিছু।

দীর্ঘদিন আগেও কাটা গাছের গোড়া
যেমনি ধরে রাখে তার অস্তিত্বের মৃত্তিকা,
টিকে থাকতে চায় সব শক্তি দিয়ে,
প্রচণ্ড বর্ষায় পিঁপড়ের দল যেমন
ভেসে থাকে পানিতে বাঁচার আকুতিতে,
বিপদে যখন বাঘ ও হরিণের আশ্র‍্য় হয়
একই ভুমির একই ভবনের ছাঁদের নিচে
তেমনি ধূসর বিষন্ন ভগ্নহৃদয় খোঁজে সুখ।

হতাশ্বাসের পেখম খুলে জাগে মানুষ
এক স্বপ্নের পৃথিবী গড়তে,
হৃত সুখ চাদর বেষ্টিত অতীতের সুখ
পুনরুদ্ধারে অবতীর্ণ হয় জাগতিক যুদ্ধে,
সমস্ত দিনের শেষে ক্লান্ত পথিকের বেশে
নীড়ে ফেরে নব দিবসের হাতছানিতে,
হতভাগা মানুষ জেগে ওঠে আবার
আধার হরণে নব সূর্যের নতুন আহবানে।


Top