করোনা ভাইরাসের কারনে সমাজের অসহায়, গরীব,দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে ১০ম দিনের মত খাদ্যদ্রব্য বিতরণ করলেন বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
সোমবার(০৬/০৪/২০২০) বিকেলে শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিলউদ্দিনের নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল নিজস্ব অর্থায়নে বাগআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ২শ ৩৫ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০কেজি চাউল, ২কেজি আলু, আধা কেজি মসুর ডাল, ১কেজি মিষ্টি কুমড়া, আধা কেজি কাঁচা ঝাল, আধা কেজি পিঁয়াজ ও মাক্স বিতরণ করেন।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব বি এম শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু ও কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান স্ব স্ব ওয়ার্ডের মেম্বর, সংরক্ষিত মহিলা মেম্বর, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল তার এ সহায়তা অব্যাহত রাখার ঘোষনা দেন।