স্টাফ রিপোর্টারঃ ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলা বর্ষবরণ উদযাপন হয়েছে।
খবরে প্রকাশ, পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে সরকারি নির্দেশনার আলোকে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষের উদযাপন উপলক্ষে সকালে বিভিন্ন সাজে শিক্ষক, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। কেউ জেলে, কেউ পণ্ডিত, কেউ শিক্ষক, কেউ কবি, কেউ কৃষক সাজে। অপরুপ সাজে সজ্জিত শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে স্থাপিত অস্থায়ী মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশ্নের পর পয়লা বৈশাখের গান এস হে বৈশাখ সম্মিলিত সবাই গাওয়া হয়। এরপর আলোচনা ও পুরস্কার বিতরণ পর্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো; সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল ও প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, বাঙালির প্রাণের এই অনুষ্ঠানে আমাদের অসাম্প্রদায়িক চেতনায় আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে। অনুষ্ঠানের সঞ্চালক গাজী মোমিন উদ্দিন বলেন, বাংলা বর্ষবরণ উদযাপন আমাদের ইতিহাস–ঐতিহ্যের সম্পদ। আমাদের বাঙালি হয়ে ওঠার দিন এটি। আমাদের সবাইকে সকল ভেদাভেদ ভুলে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, জিএম আলতাফ হোসেন, শেখ মুস্তাফিজুর রহমান, খান মকছুদুর রহমান, শ্যামল কুমার দাশ, পলাশ কান্তি বিশ্বাস, আবুল কালাম আজাদ, আবুল কালাম আযাদ, জিএম মাসুম বিল্লাহ৷ হরেকৃষ্ণ বাছাড়, আব্দুর রউফ, শেখ মোবাশ্বেরুর রহমান, রুহুল কুদ্দুস, শারমিন সুলতানা, রোকেয়া সুলতানা, তাহমিনা আখতার, সোমা দাশ, নার্গিস আরাসহ শিক্ষকগণ। বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক গাজী মোমিন উদ্দীন, সদস্য সচিব শেখ মোবাশ্বেরুর রহমানসহ কিমিটির সকলের চেষ্টায় একটি সফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিদ্যালয়ের পক্ষে দিব্যেন্দু সরকারের নেতৃত্বে একদল ছাত্র জেলা প্রশাসনের অনুষ্ঠানে যোগ দেয়।