সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর আহবায়ক শরীফুল্লাহ কায়সার সুমন, সদস্য সচিব আবুল কাশেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফাত আলী, মারুফ আহমেদ খান শামীম, সাংগঠনিক সম্পাদক গাজী ফরহাদ, কোষাধাক্ষ শেখ রিজাউল ইসলাম, দপ্তর সম্পাদক জিএম জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মিজানুর রহমান, মোমিনুর রহমান, সাতক্ষীরা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর সদস্য সৈয়দ রফিকুল ইসলাম শাওন, আসাদুজ্জামান সরদার (মধু) প্রমূখ।
এ সময় চ্যানেল ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিছ ময়না, প্রতিদিনের কথা’র সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ হোসেন, অনলাইন নিউজ পোর্টাল অভিযাত্রা’র সাতক্ষীরা প্রতিনিধি ফারুক রাজ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।