আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


সাতক্ষীরায় হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরার ধুলিহর থেকে হত্যা মামলার আসামি অহেদ আলী গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) ভোর রাতে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।

অহেদ আলীর বাড়ি সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামে। তার বাবার নাম নবাত আলী গাজী।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, ভোরে সদর উপজেলার ধুলিহর এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অহেদ আলী গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ওসি জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুনকে হত্যা ও ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুলকে হত্যাসহ ছয়টি মামলা ছিল।

নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Top