আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


সাতক্ষীরায় শুরু হলো আম সংগ্রহ

সাতক্ষীরায় শুরু হলো আম সংগ্রহ। গোবিন্দভোগ জাতের আম মঙ্গলবার থেকে ভাঙ্গা শুরু হয়েছে। আগামী ৩১ মে শুরু হবে হিমসাগর জাতের আম সংগ্রহ।

কলারোয়ায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম শাহনেওয়াজ আনুষ্ঠানিকভাবে ঝাপাঘাট এলাকার একটি বাগান থেকে আম সংগ্রহ শুরু করেন।

এসময় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনার কারনে সাতক্ষীরার আম এবার ইউরোপ যাচ্ছে না। আম চাষীরা জানান, তারা প্রশিক্ষন নিয়ে স্বাস্থ্যসম্মতভাবে রফতানিযোগ্য আম উৎপাদন করেছেন। এবার গোবিন্দভোগ জাতের আমের ফলন খুব ভালো নয় উল্লেখ করে তারা বলেন, এ আম বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রয় করা হবে। ঢাকার একাধিক কোম্পানী এসব আম কিনে নিচ্ছে বলে তারা জানিয়েছেন।

এদিকে জেলার অন্যসব এলাকায় গোবিন্দভোগ জাতের আম সংগ্রহ চলছে। হিমসাগর জাতের আম সংগ্রহের পর ল্যাংড়া এবং সর্বশেষ আম্রপালি জাতের আম সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।


Top