আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 দাতা সংস্থা সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা) এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় এবং বেসরকারী অলাভজনক প্রতিষ্ঠান সহায় এর বাস্তবায়নে ”স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীর সাথে প্রকল্প কার্যক্রমের অগ্রগতি নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃধবার সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় ২০ জন সাংবাদিক অংশ নেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নূর ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোজাফ্ফর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকাত হোসেন ময়না,সাবেক সাধারন সম্পাদক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল।
প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল করিমের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রকল্প, সংস্থা এবং প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি জি.এম নূর ইসলাম প্রকল্পের কর্ম এলাকা বৃদ্ধি করা, লিগ্যাল এইড এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের সেবার পথ কে আরও সুগম করা এবং পারিবারিক সহিংসতা বন্ধে প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন। সভাটি আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার মোঃ আমজেদ হোসেন, প্রকল্পসহায়ক মোঃ শোকর আলী, লুৎফুন নেছা ও মোঃ ইব্রাহিম হোসেন।


Top