আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


সাতক্ষীরায় দ্বিগুন ভাড়ায় চলছে গনপরিবহন

রিয়াদ হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন শ্রমিক নেতারা আসন প্রতি ৬০ শতাংশ ভাড়া বেশি নেওয়ার দাবি করলেও দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রীরা।

দীর্ঘ দুই মাস পর করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কের মধ্যেই সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে যান চলাচল।

সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহনগুলো চলতে শুরো করেছে। ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলেও দ্বিগুন ভাড়া গুনতে হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন যাত্রী।সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া শ্যামনগর এক্সপ্রেস পরিবহনটি ঢাকাগামী প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে বলে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন,আমার কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করে টিকিট দিছে শ্যামনগর এক্সপ্রেস।সাতক্ষীরার পাটকেলঘাটার থেকে আমি ঢাকার টিকিট কাটি।ভাড়া সাধারনত ৫০০ টাকা। কিন্তু পরিবহন কতৃপক্ষ বলছে সরকার থেকে ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।তবে বলার সময় তারা ৬০ শতাংশ বললেও নেওয়ায় সময় কিম্তু দ্বিগুন ভাড়া আদায় করে ৫০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে তারা।

তবে এসব বিষয়ে জানতে মোটরশ্রমিক ইউনিয়নের এক শ্রমিক নেতার সাথে কথা বললে তিনি বলেন, কোনো যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সেই গাড়ির চালক-হেলপার ও গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Top