সাতক্ষীরা শহরের বাকাল কোল্ডস্টোরেজ মোড়ে দুই মটর সাইকেলের সংঘর্ষে চারজন আহত হয়েছে। রবিবার রাতে এঘটনা ঘটে।
সাতক্ষীরা ফায়ার এন্ড সিভিল ডিফেন্স’র ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, দ্রুত গতিতে চালানোর কারণে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার তরুণ মটর সাইকেল আরোহী আহত হয়। ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার সাথে সাথে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইএমও ডা: তৈয়েবুর রহমান জানান, আহতরা প্রত্যেকেই পৌর এলাকার বাসিন্দা। আহতরা হলেন মজনু, জুয়েল হোসেন, মহিউল ইসলাম ও পল্লব। মজনুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।