সাতক্ষীরা শহরের এসপি বাংলোর সামনে দ্রুতগামী বাসের চাপায় এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত শ্রমিক জেলা সদরের পরানদহ গ্রামের দুল্লাপ রহমানের ছেলে গোলাপ রহমান (৪০)।
ওসি মোস্তাফিজুর বলেন, শ্রমিক গেলাপ শনিবার বিকেলে কাজ থেকে ফেরার সময় শহরের এসপি বাংলার সামনে খুলনা গামী বাসের চাপায় শ্রমিক গোলাপ সরদার ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।