কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পশ্চিম তেঁতুলিয়া গ্রামের সুধন্য মন্ডলের পুত্র ব্রজেন অরফে ভোজন মন্ডল (৪০)।
থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার (২৯ মে) বিকাল ৪ টায় কালিগঞ্জ টু উজিরপুর সড়কের জাফরপুর কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। সে ভাড়ায় মটর সাইকেল চালাত। ভোজন মন্ডল কালিগঞ্জ থেকে বাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরিত দিক থেকে অপর মটর সাইকেল চালক নাজমুল ইসলাম তাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে ব্যাপক আঘাত পায় ও রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে দ্রুত কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেণ। ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত থানার উপ-পরিদর্শক চিন্ময় কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।