আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


সাতক্ষীরার কলারোয়ায় বিষ দিয়ে ৫কৃষকের ৩২ হাঁস হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় ধান ক্ষেতে বিষ দেয়ায় ৫ কৃষকের ৩২ পাতি হাঁস মারা গেছে। এ ঘটনায় ওই অভিযুক্ত চাষীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে-উপজেলা পৌর সদরের মুরারীকাটির শ্রীপতিপুর মাঠপাড়া মাঠে। সোমবার সকালে ওই এলাকার চাষী আফসার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন তার জমিতে পোকা দমনের জন্য বিষ প্রয়োগ করেন। পরে পার্শ্ববর্তী এলাকার মরিয়ম খাতুন, মনজুয়ারা খাতুন, আমেনা খাতুন, আফিয়া খাতুন ও তাসলিমা খাতুনের ৩২টি পাতি হাঁস ওই জমিতে যায়। এসময় জমির মধ্যে পড়ে থাকা বিভিন্ন ধরনের পোকা হাস গুলো খেয়ে ফেলে।

সোমবার সন্ধ্যায় ও রাতে হাস গুলো মারা যায়। পববর্তীতে মরা হাসগুলো স্থানীয় পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলামের কাছে নিয়ে যায় ক্ষতিগ্রস্তরা। পরে তিনি পার্শ্ববর্তী কয়লা ইউনিয়ন পরিষদে নিয়ে যান ওই হাস গুলো। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেনের সহযোগিতায় চাষী আফসার আলীকে ডেকে নিয়ে আসেন পরিষদে। সকলের উপস্থিততে অভিযুক্ত আফসার আলী ৪ হাজার টাকার দেওয়ার প্রতিশ্রুতি দিলে সকলে তা মেনে নিয়ে বিষয়টি মিমাংশা করে নেন।

এদিকে কৃষাণী মনজুয়ারা খাতুন বলেন- প্রতিটি হাস ডিম দিচ্ছেলো। ক্ষতিগ্রস্ত কৃষাণী তাসলিমা খাতুন বলেন-বর্তমান বাজারে এক একটি হাস সাড়ে ৩শ’টাকায় বিক্রয় হচ্ছে। সাড়ে ১০ হাজার টাকার হাস ৪ হাজার টাকায় মিমাংশা করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত চাষী আফসার আলী বলেন-তিনি বার বার বলেছেন হাস ঢেকে রাখতে। কিন্তু তারা তা শুনেননি। তিনি বিষ দেয়ার কারনে হাস মরেছে তা স্বাীকার বলেন বিষয়টি স্থায়ী ভাবে মিমাংশা করে নেয়া হয়েছে।


Top