আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


সন্তানকে অস্বীকার, প্রতারক স্বামী আটক : পাইকগাছা থানায় মামলা

পাইকগাছায় প্রতারণার মাধ্যমে বিয়ে করে সন্তানের পিতা হয়ে সন্তানকে অস্বীকার করায় প্রতারক লম্পটের বিরুদ্ধে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ প্রতারক লম্পটকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
মামলা ও পুলিশের বিবরণে জানা যায়, পাইকগাছা পৌরসভার শেখ তৌহিদুল ইসলাম পাটকেলঘাটার নাসিমার সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তৌহিদ পাইকগাছা পৌরসভার শেখ আনোয়ার হোসেনের ছেলে। নাসিমা পাটকেলঘাটার মানিকহার গ্রামের মোস্তফা সরদারের মেয়ে। প্রেমের এক পর্যায়ে কাউকে না জানিয়ে তারা ৫ জুলাই জনৈক এক হুজুরের মাধ্যমে কলেমা পড়ে বিয়ে করে। কয়েক মাস ঘর-সংসার করার পর নাসিমা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। এ সময় সে কাবিনের চাপ দেয়। তৌহিদ বিয়ের সম্পর্ক অস্বীকার করে ২৫ ডিসেম্বর ২০১৯ তাকে বাড়ি থেকে বের করে দেয়। নাসিমা পিতার বাড়ীতে চলে যায় এবং ২৩ মার্চ ২০২০ তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তানের কথা বলে স্বামী তৌহিদকে তার বাড়িতে যাওয়ার জন্য বার বার অনুরোধ জানালে সে সন্তান ও বিয়ের কথা অস্বীকার করে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার পাইকগাছা থানায় নাসিমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ তৌহিদকে আটক করে। ওসি এজাজ শফী জানান, বিয়ে ও সন্তান নিয়ে করা মামলায় তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু ও তৌহিদের ডিএনএ টেস্ট করার জন্য ব্যবস্থা করা হয়েছে।


Top