যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদে বুধবার সকালে ১৩ মে সামাজিক পৃথক দুরত্ব বজায় রেখে শ্যামকুড় ইউনিয়নে ২৪৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে মে মাসের ভিজিডি কার্ডের চাউল বিতরণ করেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফারুখ হোসেন, আব্দুর রশিদ, আব্দুল হালিম, ইউনুস আলী, বাবর আলী, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম বুলু, মুজিবর রহমান, জিনিয়া সুলতানা, রওশনারা বেগম, রোমেনা খাতুন, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগনেতা হুসাইনুর রহমান, রুবেল হোসেন, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের আনোয়ার হোসেন সহ গ্রাম পুলিশ বৃন্দ।
এসময় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য উপকার ভোগীদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।