আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


রাতের আঁধারে অসহায় মানুষের পাশে তালার  সরুলিয়া ইউনিয়ন যুবলীগ

শেখ রায়হান হোসেনঃ
রাতের আঁধারে অসহায় মানুষের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। সরকারী কোন অর্থায়নে নয় বরং  নিজস্ব অর্থায়নে  দেশের এই সংকটময় অবস্থায় মানবসেবার এই মহান ব্রত  এগিয়ে চলেছে সরুলিয়া ইউনিয়ন   যুবলীগ। তাদের একান্ত প্রচেষ্টা এলাকার কোন মানুষ যেন অভুক্ত না থাকে। শুক্রবার(৮মে) রাতে  তাদের এই  সহযোগিতাকালের   দৃশ্যটি নিজেই ক্যামেরার বন্ধি করলাম। সুরুলিয়া যুবলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন  সাথে একান্ত সাক্ষাৎকারে  জানায়, বর্তমানে  করোনা ভাইরাস দেশে  ভয়বাহ রুপ নেওয়ার কারনে  খাদ্য সংকটে সংকটে ভুগছে অনেকে । অনেক অভাব অভিযোগের বুকফাটা কান্না নিয়ে ও রাত পার করছে। ছবি তোলার ভয়েও অনেকে ত্রান নিতেও দ্বিধা বোধ করছে। সে জন্য আমারা নাম পরিচয় গোপন করে সহযোগিতা করে যাচ্ছি। আমারা চাইনা কোন মানুষের সম্মান হানি হোক।ইতিমধ্যে আমার বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রায় ৪শত পরিবারের মাঝে সহয়তা প্রদান করেছি। পরিশেষে তিনি বলেন,  আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক রুপায়ন হাজরা, সাংগনিক সম্পাদক মারুফ হোসেন সহ সংগঠনের সকল  নেতৃবৃন্দ।


Top