যশোরের রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুর ইসলাম এর কঠোর উদ্যোগে চলছে করোনা সচেতনতা। রাজগঞ্জের বিভিন্ন বাজারে পরিদর্শন করে সাধারণ মানুষ যাহাতে একসাথে একত্রিত না হয় রেস্তোরা, চায়ের দোকান, শপিং মল, কাচাঁবাজার, দোকানপাট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার জন্য মাইকিং করেন।
এসময় তিনি সকলকে দেশের প্রচলিত আইন মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি সচেতনতা মুলক লিফলেট ও গুরুত্ব পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যের প্রতিও এই সচেতনতা প্রচার করার আহবান জানান ইন্সপেক্টর তারিকুর ইসলাম। খবর নিয়ে জানাযায়, সকলকেই তিনি বলে রেখেছেন বিনয়ের সহিত সাবধানতা অবলম্বন করার কথাটি সকলকে বলার জন্য। সকল ব্যক্তিদেরও অনুরোধ করেন এই করোনা নিয়ে সচেতনতা মুলক প্রচারনা চালানোর জন্য।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তারিকুর ইসলাম এর এমন উদ্যোগ শুধু রাজগঞ্জ বাসী নয় দেশ বাসিকে সচেতন করছে বলেও মনে করেন সুশিল সমাজের অনেকেই।