আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


রতনপুর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে চার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারীতে জনজীবন বিপর্যস্ত। ভাইরাসের কবল থেকে মুক্তি পেতে সরকারি নির্দেশনা মেনে অধিকাংশ মানুষ ঘরের মধ্যে নিরাপদে অবস্থান করছেন। কর্মহীন মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন।

এসব অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন। তিনি নিজস্ব অর্থায়নে কর্মহীন দুস্থ মানুষের বাড়ি বাড়ি যেয়ে পৌছে দিয়েছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। শনিবার সকাল থেকে তিনি প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণের সমন্বয়ে খাদ্যদ্রব্যের একটি করে প্যাকেজ পৌছে দেন।

ইতোমধ্যে ৪ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন বলেন, সাধারণ মানুষের জন্য এধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণে সহায়তা করেন।


Top