স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো.মোস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, তালা প্রেসক্লাবের সভাপতি, তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।
মো.মোস্তাফিজুর রহমান ২০০৫ সালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি বর্তমান জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩১ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। আমিনুল ইসলাম খান ২০২২ সালের ৩০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদে যোগদান করেন। আগামী ৩১ মার্চ তিনি অবসরে যাবেন। এরপর তার স্থলে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান যোগদান করবেন।