মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে মাদক ও জঙ্গি বিরোধী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর সামসুজ্জোহা পার্কে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী” জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এম. পি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা। মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ সর্বস্তরের জনগণ, স্থানীয় নেতাকর্মী এবং পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।