রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক কর্মী সভা অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে মশ্বিমনগর ইউনিয়নের বেলতলা বাজারে এ অনুষ্ঠান হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, যশোর জেলা পরিষদের সদস্য রোকসানা ইয়াসমিন পান্না। এছাড়া বক্তব্য দেন, আওয়ামীলীগ নেতা শাহরিয়ার আলম খান কাবিল, মোঃ আবুল বাশার, আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সদস্য শিপন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, সদস্য মেহেদী হাসান বাপি, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মামুনুর রশীদ, ওর্যাড যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোঃ রেজাউল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।