বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে বিদায় নেয়ায় মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে এক আবেগী স্ট্যাটাস দিয়েছেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক উপুল থারাঙ্গা। বন্ধুর এমন বিদায় বেলায় তাকে শুভ কামনা জানাতে একটু ভুল করলেন না থারাঙ্গা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ঢাকা লিগ সবখানেই ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে উপুল থারাঙ্গার নাম। বাংলাদেশের সব ধরনের লিগে এমন বিচরণের কারণে মাশরাফির সাথে তাই তো তার বন্ধুত্বটাও অনেক আগে থেকেই। তাই তো মাশরাফি বিন মর্তুজা অধিনায়কত্বকে বিদায় বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফিকে শুভেচ্ছা জানান তিনি। বলেন,
‘তোমার জন্য শুভ কামনা রইল বন্ধু মাশরাফি বিন মর্তুজা। দারুণ চ্যাম্পিয়ন তুমি। বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষকে তুমি অনুপ্রাণিত করেছ।শীঘ্রই দেখা হবে বন্ধু।’
মাঠের সাফল্য আর পরিসংখ্যান বিচারে সব দিক দিয়েই বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় মেয়াদে ২০১৪ সালে অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকেই বদলে যায় বাংলাদেশ দলের চিত্র।২০১৫ সালে প্রথম বারের মতো বিশ্বকাপে নকআউট পর্ব খেলে বাংলাদেশ। ২০১৭ সালে আইসিসি ট্রফিতে দলকে টেনে নিয়ে যান সেমিফাইনালে।