আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে প্রস্তুতি সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ উদযাপন এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, সমাজ সেবার উপপরিচালক দেবাশীষ সরদার, যুব উন্নয়নের সহকারী পরিচালক আব্দুল কাদেরসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাতক্ষীরা জেলার সকল ডিপার্টমেন্টর প্রতিনিধিবৃন্দ।

সভায় প্রাণবন্ত আয়োজন এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষে কর্মসূচি প্রণয়ন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, গুরুত্বপূর্ণ সড়ক সুসজ্জিতকরণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা অনুষ্ঠান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।


Top