আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


মনিরামপুরে কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা

মনিরামপুর পলাশী স্কুল এন্ড কলেজের মসজিদের পাশ থেকে ইকলাস হাসান নয়ন (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এলাকাবাসীর খবরের ভিত্তিতে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, কলেজ ছাত্র ইকলাস হাসান নয়ন বাঘারপাড়া উপজেলার জাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে। সদর উপজেলার রুদ্রপুর গ্রামের নানা আইয়ার আলীর বাড়িতে থেকে সে রুদ্রপুর কলেজে পড়ালেখা করতো। স্থানীয় লোকজন ও তার নানার পরিবারের সদস্যরা জানায়, নয়ন ছোটবেলা থেকে আমার বাড়িতে থেকে পড়ালেখা করে আসছে। এবার সে রুদ্রপুর কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলো। মনিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামে ইব্রাহিম হোসেন নামের এক শিক্ষকের কাছে সকালে প্রাইভেট পড়তো সে। মঙ্গলবার সকালে ফজর নামাজবাদ নানার বাড়ি থেকে প্রাইভেট পড়তে পায়ে হেঁটে বের হয়। এর কিছু সময় পর এলাকার লোকজন পলাশী স্কুল এন্ড কলেজের মসজিদের পাশে তার লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিতা ইউপি চেয়ারম্যান আনছার আলী সরদার।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, কোন প্রেম ঘটিত কারনে কলেজ ছাত্র ইকলাস হাসান নয়নকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে তার গলায় এবং কপালে আঘাতের চি‎হ্ণ রয়েছে। ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। পুলিশ কলেজ ছাত্রের লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো এবং এ ঘটনায় কেউ আটক হয়নি।


Top