আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


মণিরামপুরে ৫শ’ ৫৫ বস্তা কাবিখার চালসহ আটক-১, ধরাছোঁয়ার বাইরে মুল হোতা

মণিরামপুরে ৫শ’ ৫৫ বস্তা কাবিখার চালসহ একজনকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উল্লাহ শরিফী ঘটনাস্থলে হাজির হয়ে চাল উদ্ধারে অংশ নেয়।
শনিবার বিকালে মণিরামপুর উপজেলার বাধাঁঘাটা এই চাল উদ্ধার করা হয়।
এলাকাবাসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সার্বিক মো. রফিকুল ইসলাম একদল পুলিশ সদস্য নিয়ে পৌর শহরের বিজয়রামপুর বাধাঁঘাটা এলাকার ভাই ভাই রাইচ মিলে অভিযান চালায়। সেখানে থাকা ৫শ’ ৫৫ বস্তা সরকারি কাবিখা প্রকল্পের চাল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ আব্দুল্লাহ আল মামুন নামের একজনকে আটক করে।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে হাজির হন।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে বলে জানা গেছে।
এলাকাবাসি আরো জানিয়েছেন, স্থানীয় এক জনপ্রতিনিধির কাবিখা ও টিআর চাল, গম ক্রয়-বিক্রয়ের সিন্ডিকেট পরিচালিত হয়ে আসছে। মামুন ওই সিন্ডিকেট থেকেই চালগুলো কিনেছে। ওই সিন্ডেকেট পরিচালনাকারি ও তাদের মুলহোতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Top