আশাশুনি উপজেলার বুধহাটায় অসহায় পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের সালাম সরদারের স্ত্রী রহিমা খাতুনের বাড়িতে হাজির হয়ে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় অফিসার ইনচার্জ বলেন, আমি ও আমার স্টাফবৃন্দ করোনা সংক্রামন রোধে নিরলসভাবে কাজ করার পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী খেটে খাওয়া অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
এসময় তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের সম্প্রতি করোনা সংকট মোকাবেলায় অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।
এ সময় এসআই হাসানুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।