বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার প্রধান আইনজীবী এ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া আজ রাত ৯ টার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। সানাউল্লাহ মিয়ার দুই মেয়ে এক ছেলে।তাঁদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে।
এদিকে তার এই মৃত্যুতে বিএনপির পক্ষ থেকেও শোক জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।