আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


বাঁকায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্নউপকরণ বিতরণ ওভাইরাস সংক্রমন রোধে ছিটানো হয়েছেজীবানুনাশক স্প্রে

খুলনার পাইকগাছা উপজেলার বাঁকা বাজারে করোনা ভাইরাসপ্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। একইসাথে করোনা ভাইরাসের সংক্রমন রোধে বাজারের প্রতিটিসড়ক ও অলিগলিতে ছিটানো হয়েছে জীবানুনাশক স্প্রে।মরণ ব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায়খুলনার বাঁকা বাজার স্যাটালাইট ক্যাবল অপরেটর জবাভিশনের পক্ষ থেকে শনিবার সকালে এ সচেতনা কার্যক্রমউদ্বোধন করা হয়। এসময় ক্যাবল অপরেটর শাহীন গাজীবাঁকা বাজার চৌরাস্তা মোড়ে সাধারণ মানুষের মাঝে মাক্স,সাবান, হ্যান্ড ওয়াস বিতরণ করেন। পরে বাঁকা স্বাস্থ্যকমপ্লেক্সের আঙ্গিনায়, বাজারের প্রতিটি সড়ক ও অলিগলিতেজীবানুনাশক স্প্রে করেন স্বেচ্ছা সেবকদল। এসময় বিশিষ্টব্যবসায়ী খোরশেদ আলম, মুনজুর গাজী, কাজল গাজী,মফিজুল গাজী, রবিউল ইসলাম, আছাদুল ইসলাম, অহিদুলইসলাম, মুনরুল ইসলাম ঢালী, হফিজুল ইসলাম প্রমুখউপস্থিত ছিলেন। সাধারণ মানুষকে করোনা ভাইরাসসম্পর্কে সচেতন, প্রতিরোধের উপকরণ বিতরণ ও বাজারেজীবানুনাশক স্প্রে করায় জবা ভিশনকে আন্তরিক ধন্যবাদজানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


Top