শেখ নাজমুল হাসান, বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেছেন, “বর্তমান সরকার শিক্ষা ও ক্রীড়া বান্ধব সরকার। বাংলাদেশ শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। আজ ১৬ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় আটুলিয়া ইউনিয়নের হেঞ্চি মাধ্যমিক বিদ্যালয়ে ২১ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।”
হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ একেএম আব্দুর রহমান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি,এম,আকবর কবীর, ভারপ্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান বিএম ফজল মাহমুদ, উপজেলা মাধ্যমিক অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিনা হাবিবুর রহমান, ছফিরূন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন,নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম লুৎফর রহমান, আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিএম কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক এস এম জাকির হোসেন, আটুলিয়া ইউপি সদস্য বিএম অহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।