আজ || সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


প্রেমিকের সঙ্গে দুবাইয়ে সাই পল্লবী!

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘লাভ স্টোরি’। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নাগা চৈতন্য। তেলেগু ভাষার এ সিনেমা পরিচালনা করছেন শেখর কামুলা।

ভারতের হায়দরাবাদে সিনেমাটির শুটিং হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি সিনেমাটির একটি গানের প্রমো মুক্তি পেয়েছে। মুক্তির পর দর্শক-শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন সিনেমা সংশ্লিষ্টরা।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটিতে সাই পল্লবীর প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন নাগা চৈতন্য। পরের লটের শুটিংয়ের জন্য নাগা-সাইসহ সিনেমাটির টিম দুবাই গিয়েছেন। গতকাল থেকে সেখানে সাই পল্লবী ও নাগা চৈতন্যর গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং শুরু হয়েছে।

সিনেমার গল্পে তেলেঙ্গনার নিম্ন বর্ণের এক যুবকের চরিত্রে অভিনয় করছেন নাগা চৈতন্য। আর বিত্তশালী পরিবারের এক মেয়ের চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। এছাড়াও এতে অভিনয় করছেন—রাও রমেশ, পোশানি কৃষ্ণ মুরালি প্রমুখ। এশিয়ান সিনেমাস প্রযোজিত এ সিনেমা আগামী এপ্রিলে মুক্তির কথা রয়েছে।


Top