দৈনিক দেশ,তালা নিউজ ২৪,সাতক্ষীরার আলো,লোকসমাজ, কালের চিত্র সহ বিভিন্ন পত্রিকায় “তালায় পূর্ব শত্রুতার জের ধরে দুই মহিলাকে অমানুষিক মারপিট” শীর্ষ সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে যা লেখা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে ৪০ বছর যাবৎ আমারা একটি ঘরে বসবাস করে আসছি। ঘরটি কাঁচা থাকায় নতুন করে ইট দিয়ে তৈরী করার জন্যে কাঁচা ঘরটি ভেঙে ফেলার সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকায় আলাউদ্দিন মুন্সি,একব্বার মুন্সি ও তার ছেলে বিল্লাল মুন্সি আমাদের কাজে বাধা দেয়।
পরে একটি কুচক্রীমহলের ইন্ধনে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।…তাছাড়া তারা নিজেদের মধ্যে মারপিট করে হাসপাতালে ভর্তি হয়েছে। যা সম্পূর্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিণীত নিবেদক
আমজাদ মুন্সী
গ্রাম : কাজীডাঙ্গা,
তালা,সাতক্ষীরা।