আজ || রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  বৃষ্টিতে খেতে পারেন সাবু দানার মজার খিচুড়ি       তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, বিসিবির গঠনতন্ত্র কী বলে       সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস       তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী    
 


পিকআপ এর ধাক্কায় এক ভাটা শ্রমিকের মৃত্যু

পিকআপ এর ধাক্কায় এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর নাম মোঃ নুরজ্জামান লস্কর (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মৃত খালেক লস্করের ছেলে।
নিহতের ভাই বকচরা গ্রামের আশরাফুল লস্কর, একই গ্রামের আবু সাঈদ ও নেবাখালি গ্রামের লিয়াকত আলী জানান, প্রতিদিনের ন্যায় বুধবার ভোরে তারাসহ নুরজ্জামান বাইসাইকেলে বিনেরপোতা লিয়াকত আলীর ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। ভোর পৌনে চারটার দিকে তারা সার্কিট হাউজ মোড় পার হয়ে টার্মিনালের দিকে যাওয়ার সময় যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ ভ্যান নুরজ্জামানকে ধাক্কা মারে। এতে সে রাস্তায় পড়ে মারাত্মক জখম হন। ভাটা শ্রমিক বকচরা গ্রামের নজরল ইসলামের ভ্যানে করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ভোর চারটায় জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে ঘাতক পিকআপটি আটক করা যায়নি।


Top