আজ || শনিবার, ২৭ জুলাই ২০২৪
শিরোনাম :
  তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি       তেলবাজির তেলেসমাতি        তালায় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন       সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন    
 


পাটকেলঘাটা সোনামণি কেজি স্কুল পিএসসি বৃত্তি পরীক্ষায় শীর্ষ স্থান

পিএসসি বৃত্তি পরীক্ষায় শীর্ষ স্থান

পাটকেলঘাটা সোনামনি কেজি স্কুল পিএসসি পরীক্ষীয় শতভাগ উর্ত্তীন হওয়ার পরে তালা উপজেলা বৃত্তি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে।
জানা যায়, ২০১৯ সালে পাটকেলঘাটা সোনামণি কেজি স্কুল থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। তার মধ্যে এ+ ৭ শিক্ষার্থী ও ৭ শিক্ষার্থী এ গ্রেডে পাস করে।

তার মধ্যে থেকে পিএসসিতে বাইগুনি গ্রামের প্রদ্যুৎ ঘোষের পুত্র দ্বিপ্রমান ঘোষ, পারকুমিরা গ্রামের শেখ কালামের কন্যা লামিয়া তাবাচ্ছুম, নাজমুল আলির ছেলে শাহরিয়ার তানভির ট্যালেন্টপুলে ও পাটকেলঘাটা গ্রামের আঃ গফুরের ছেলে মোমেন শারিয়ার, সহিদুল ইসলামের ছেলে তানভীর ইসলাম সহ ৫ জন সাধারন বৃত্তি লাভ করেছে।

তালা উপজেলার মধ্যে পাটকেলঘাটা সোনামণি কেজি স্কুল শীর্ষ স্থানে গৌরব অর্জন করেছে।


Top