পাটকেলঘাটায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস অভ্যন্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে “মুজিব কর্ণার” উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টায় সমিতির অভ্যন্তরে “মুজিব কর্ণার” এর উদ্বোধন করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে ও ডিজিএম জিয়াউর রহমানের পরিচালনায় উদ্বোধন শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো: কামরুজ্জামান লিপু, তালা উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাস্টার শেখ আব্দুল হাই, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) মাসুম আহমেদ, এজিএম (এমএস) মো: সাইফুল ইসলাম প্রমুখ।