পাটকেলঘাটায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কালেকশন বুথের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর পাটকেলঘাটা শাখার তত্ত্বাবধানে কালেকশন বুথের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তফা খায়ের, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌ: সন্তোষ কুমার সাহা, পিবিএস সভাপতি মো: সাইফুল ইসলাম, এজিএম(ফাইন্যান্স) ফরজ আলী, এজিএম(এডমিন) তুষার আহমেদ, খুলনা জোনাল অফিসের জোনাল হেড ইভিপি আব্দুর রশিদ, ঝিনাইদাহ শাখার ম্যানেজার ভিপি আব্দুর রউফ, সাতক্ষীরা শাখার ম্যানেজার এভিপি মনিরুল ইসলাম, পাটকেলঘাটা শাখার ম্যানেজার এফএভিপি জাফর ইকবাল,পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের ইংরেজী বিষয়ের অধ্যাপক নাজমুল হক,সাংবাদিক হামিদুল ইসলাম,আব্দুল্লাহ,রেজাউল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার শাকিল আহমেদ ।