সাতক্ষীরার পাটকেলঘাটায় করোনা উপসর্গ নিয়ে আব্দুর রহিম নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে পাটকেলঘাটা সদরের পশ্চিমপাড়া গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুর পূর্বে তিনি পাটকেলঘাটা বাজারে নৈশ প্রহরীর কাজে নিয়োজিত ছিলেন।
তাঁর পুত্র বিল্লাল হোসেন জানায়, তার বাবা দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিল। মঙ্গলবার(২১ এপ্রিল) ভোর ৭টার সময় নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান তিনি।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ(ওসি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু তিনি শ্বাসকষ্ট জনিত কারনে মারা গেছেন, তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।