আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  তালায় সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত       তালায় সহিংসতার প্রতিবাদে আওয়াম লীগের মিছিল সমাবেশ       তালায় সহিংসতার প্রতিবাদে  আওয়াম লীগের বিক্ষোভ মিছিল  ও শান্তি সমাবেশ         তালায় আমার সংবাদ পত্রিকা ১যুগে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       তালা বাজার বণিক সমিতির সহ-সভাপতি রানাকে সাময়িক বহিষ্কার       বাজারে এলো নতুন প্রযুক্তির হোন্ডা এসপি ১৬০ বানিজ্য সংবাদ ::       তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী       তালায় মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন       তালায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত       পঞ্চম দিনের মতো খুলনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি    
 


পাটকেলঘাটায় তুহিনের নেতৃত্বে গড়ে উঠেছে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক

পাটকেলঘাটা থানায় নোভেল করোনা ভাইরাসকালীন সময়ে ও মাহে রমজানের মাসে অবাধে চলছে মাদক কেনাবেচা। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা।

জানাযায়, পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে মাদকের গডফাদার তুহিন গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট। তার নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকার রাজেন্দ্রপুর গ্রাম, কুমিরার কদমতলা, বাদামতলা, যুগিপুকুরিয়া বিলের ভিতর, এবং মালেকের বাড়ি, পেট্রোল পাম্পের পিছনে অবাধে বিক্রি হচ্ছে ফেনসিডিল ইয়াবা এবং গাঁজা বিক্রয়। পুলিশ প্রশাসন যখন করোনার ভেতরে মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে মাদক বিক্রেতারা আবার সরগরম হয়ে উঠেছে। এলাকার উঠতি বয়সের নতুন নতুন যুবকদের টার্গেট করে মাদক বিক্রেতারা।

মাদকের গডফাদার তুহিন এলাকায় গড়ে তুলেছে মাদকের বিশাল সিন্ডিকেট। মাদক বিক্রেতাদের হাত থেকে বাচার জন্য এলাকার সচেতন অভিভাবক মহল প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

তারা বারবার এ প্রতিবেদককে বলেন, এসব মাদক বিক্রেতাদের এখন থামাতে না পারলে এলাকায় আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। আমরা শঙ্কিত আছি আমাদের বাচ্চাকাচ্চা নিয়ে। এসব মাদক বিক্রেতারা এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। সকাল, বিকাল, সন্ধ্যায় বাইরে থেকে করোনা ভাইরাসকে উপেক্ষা করে লোকজন এসে ভিড় জমায় মাদক সেবনের জন্য। বিষয়টি দ্রুত প্রশাসন পদক্ষেপ না নিলে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে বলে জানান অভিভাবক মহল।


Top