আজ দিন ব্যাপী খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বিভিন্ন স্থানে রোজাদার ও কর্মহীন মানুষের মাঝে ইফতার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ‘র পৃষ্ঠপোষকতায় স্বর্ন ব্যবসায়ী প্রদীপ দত্তের অর্থায়নে শলুয়া-রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপকার ভোগী মানুষের মাঝে সেমাই, চিনি দুধ, বাদাম, কিসমিস বিতরণ করেন। পরবর্তীতে সন্ধ্যায় মো: রাশেদুল ইসলামের অর্থায়নে প্রতাপকাটিতে ১৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় উপজেলা আ’লীগের সহ-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।